ঐতিহ্যবাহী রাস উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা শান্তিপুরবাসী
কোয়েম্বাটুরের আদি যোগীর আদলে পুজো মণ্ডপ উদ্বোধনী অনুষ্ঠানে মদন মিত্র
কোয়েম্বাটুরের আদি যোগীর আদলে পুজো মণ্ডপ উদ্বোধনী অনুষ্ঠানে মদন মিত্র, উদ্বোধনের শেষে বিজেপিকে খোচা মদনের।ইতিমধ্যে নদীয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা শান্তিপুরবাসী। বিভিন্ন পুজো মণ্ডপ দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। এক প্রকার আজ থেকে জনজোয়ার বয়ে যাচ্ছে গোটা শান্তিপুরে। এবছর রাস উৎসবে ৪১ তম বর্ষে
কোয়েম্বাটুরের আদি যোগীর আদলে মন্ডপ শয্যায় বিশেষ আকর্ষণ গড়ে তুলেছে রামকৃষ্ণ কলোনির রামকৃষ্ণ সংঘ ক্লাব। রবিবার সন্ধ্যায় এই পুজো মণ্ডপ উদ্বোধন করতে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। যদিও মদন মিত্র কে দেখার জন্য জনজোয়ারে পরিণত হয়।
যদিও পূজা মণ্ডপ উদ্বোধনের মধ্যে দিয়ে ও লাভলি সহ গান গেয়ে মঞ্চ কাপপালেন মদন মিত্র, পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে খোঁচা দিয়ে মদন মিত্র বলেন। আমি শান্তিপুরবাসীকে একটা কথাই বলবো বিজেপির মায়াজালে মজবেন না, ওরা হরিণ সেজে রাক্ষসের রূপ ধারণ করে। তৃণমূলের নকল করা ছাড়া ওদের আর কোন কাজ নেই।