বিশ্বকাপে জিতেই চলেছে ভারত চিটিংবাজি করে!- হাসান রাজা
ডিআরএস-এ কারচুপি করা হচ্ছে।
INTERNET : টিম ইন্ডিয়াকে থামানোই যাচ্ছে না,তিরোধ্য ভারত।মাত্র ৮৩ রানে অলআউ দক্ষিণ আফ্রিকা,ভারত টানা আট জয় পেয়ে একনম্বর স্থানে।পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা বলেন, ডিআর এস-এ কারচুপি ঘটিয়ে জিতছে ভারত।। ভারতের ফর্ম নিয়ে এবার সন্দেহ প্রকাশ করলেন হাসান রাজা।
পাকিস্তানের স্থানীয় এক নিউজ চ্যানেলে বিস্ফোরক হাসান । ‘দক্ষিণ আফ্রিকান আসল ব্যাটার ভ্যান দার ডুসেন। বাঁ হাতি স্পিনারের বল টার্ন নেওয়ার পর যেকোনও জায়গায় যেতে পারে। লেগ স্ট্যাম্পে বল পিচ করার পর সেই বল কীভাবে মিডল স্ট্যাম্পে ধেয়ে আসে? ইমপ্যাক্ট ইন লাইন ছিল। আর বল লেগ স্ট্যাম্পে যাচ্ছিল।’ ডিআরএস-এ কারচুপি করা হচ্ছে। সেটা প্রকাশ্যে চলে এসেছে। এটাই প্ৰথম বিতর্কিত ডিআরএস ছিল না। আগের দুটো-তিনটে রিভিউ দেখো!’
Hasan Raza Raises Questions on Indian Victory!
1 :- DRS was manipulated by BCCI with help of Broadcasters
2:- DRS was also Manipulated in 2011 when Sachin Tendulkar was playing Against Saeed Ajmal.
3:- Why Indian Team is Playing Outclass in every worldcup Event Happened in India.… pic.twitter.com/ieIJGy0cqH— Hasnain Liaquat (@iHasnainLiaquat) November 5, 2023
আইসিসি, বিসিসিআইয়ের তরফে আলাদা বল দেওয়া হচ্ছে ভারতকে। যাতে শামি-সিরাজরা বেশি সুইং আদায় করে।সরব হলেন হাসান রাজা।তিনি বিতর্ক বাড়িয়ে বলে দেন, গোটা ঘটনার তদন্ত করা হোক।ভারতের বোলিং করার সময়েই বল যেন কথা বলছে। ৭-৮ টা ডিআরএস কল হচ্ছে। সবক’টিই ভারতের পক্ষে যাচ্ছে।বলের ওপর অতিরিক্ত কোটিং দেওয়া হচ্ছে কিনা তদন্তের প্রয়োজন বললেন।
Wasim Akram explains how balls are picked by both teams for the match after former Pakistani player Hasan Raza accused the ICC and BCCI of picking different balls whenever India bowls.
pic.twitter.com/SVddxAkDCB— Cricketopia (@CricketopiaCom) November 4, 2023