নিজের থেকেও এগিয়ে রাখলেন বুমরাকে
নতুন বলে বুমরার কন্ট্রোল আমার থেকে ভালো।
লখনৌয়ে বল হাতে শামি-বুমরার আগুনে বোলিং দেখার পর মিসবাহ উল হক, ওয়াসিম আক্রমরা প্রশংসা করে বসলেন।বুমরা একজন কমপ্লিট বোলার বললেন ওয়াসিম আক্রম।শামি, বুমরার পেস আক্রমণে ফালাফালা হয়ে গিয়েছে ইংল্যান্ড।
আক্রম বলেন ‘আমি যখন ডান হাতি ব্যাটারদের ক্ষেত্রে নতুন বলে আউটসুইং করার চেষ্টা করতাম, অনেক সময়েই বল কন্ট্রোল করতে পারতাম না। তবে নতুন বলে বুমরার কন্ট্রোল আমার থেকে ভালো। নতুন বলে যে লেন্থে ও বল করে যায়, তাতে ব্যাটারদের মনে অনিশ্চিয়তা তৈরি হয়।’
Getting recognised by Waqar for his reverse swing, then Wasim saying Bumrah has better control with new ball than he had
Imagine the journey of little Jasprit watching these greats on TV and quietly practising inside his house. Then to get to this stagepic.twitter.com/AgXeQedOTf
— cricBC (@cricBC) October 30, 2023