বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

স্কুলে প্রবেশ করার কোন রাস্তা নেই

Published on: September 30, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

হুগলি জেলা আরামবাগ ব্লক বাতানল গ্রাম পঞ্চায়েতের চকফাজিল গ্রামে এমন একটি  প্রাথমিক বিদ্যালয় স্কুল পাওয়া গেল যার কোন দিক দিয়ে স্কুলে প্রবেশ করার রাস্তা নাই । স্কুলের ছাত্রছাত্রীরা গ্রামের কাদামাটি রাস্তা , পুকুরের পাড় ধরে স্কুলে আসে। যে কোন সময় বড় বিপদ হতে পারে, বৃষ্টি হলে রাস্তাতে পড়ে যায় এই কচি কাচারা।

এই গ্রামের রাস্তার অবস্থাও খারাপ। এলাকার মানুষ বলছে সরকার সব রকমই আমাদেরকে দিয়েছে কিন্তু রাস্তা আমাদেরকে তৈ‌রি করে দেয়নি।  গ্রামের মানুষের বক্তব্য. স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান সব জায়গায় জানিয়েও রাস্তাটি এখন হয়নি।
রাস্তাটি যাদের জায়গার উপর দিয়ে হবে তারাদের কোন আপত্তি নাই। তারা বলছেন আমাদের জায়গার উপর দিয়ে রাস্তাটা করে দেওয়া হলে কোন আপত্তি থাকবে না।বাতানল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফোন করা হলে তিনি ফোন আমাদের রিসিভ করেনি।

Join Telegram

Join Now