মোদী সরকারকে দশে নয় দিলেন
ওড়িশার মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন মোদী সরকারের
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক প্রধানমন্ত্রীকে দেশের সামগ্রিক অগ্রগতির নিরিখে দশে নয় দিলেন । নবীনের পার্টি বিজু জনতা দল বিরোধী জোটে নেই। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-তেও নেই নবীনের পার্টি।কিন্তু বিজেপির পাশে আন্তরিকভাবে দাঁড়িয়েছে এই দল।জিএসটি, বিমুদ্রাকরণ, সিএএ-র মতো মোদী সরকারের যাবতীয় আইন এবং পদক্ষেপের পাশে দাঁড়িয়েছে নবীন পট্টনায়েক।
দিল্লি প্রশাসনিক সংস্কার বিল মহিলা সংরক্ষণ বিলে ওবিসি কোটা না থাকার পক্ষে বিজু জনতা দল।কংগ্রেসের অভিযোগ, জি ২০-র নামে মোদী সরকার টাকার শ্রাদ্ধ করেছে।কিন্তু ওড়িশার মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন মোদী সরকারের জি ২০ সম্মেলনের।
বিরোধী নেতাদের ইডি, সিবিআই দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করা হলেও নবীন কেন্দ্রের সরকারকে সবচেয়ে প্রশংসা করেছেন দুর্নীতি দমন অভিযানের জন্য।নবীন বলেছেন, বর্তমান কেন্দ্রীয় সরকার দুর্নীতিমুক্ত।মোদী সরকারের দুর্নীতিতে যুক্ত থাকার কোনও অভিযোগ নেই বলে প্রধানমন্ত্রী মোদীকে দশে নয় দিচ্ছেন তিনি।