রক্ষাকালী মন্দিরে পুজো দিলেন সাংসদ অর্জুন সিং
সিংকৌশিকী অমাবস্যা উপলক্ষে বৃহস্পতিবার কাঁকিনাড়ার সুকান্তপল্লী মা রক্ষাকালী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল
কাঁকিনাড়ার সুকান্তপল্লীতে রক্ষাকালী মন্দিরে পুজো দিলেন সাংসদ অর্জুন সিংকৌশিকী অমাবস্যা উপলক্ষে বৃহস্পতিবার কাঁকিনাড়ার সুকান্তপল্লী মা রক্ষাকালী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। শক্তি মায়ের কাছে পুজো দিয়ে অশুভ শক্তির বিনাশ প্রার্থনা করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং
হাজির ছিলেন স্থানীয় কাউন্সিলর সত্যেন রায়, তৃণমূল নেতা সঞ্জয় সিং। এদিন মন্দির কমিটির পক্ষ থেকে মাধ্যমগ্রামের আশিয়ানা হ্যাপি হোমের ৬০ জন বাচ্চার হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। হোমের বাচ্চাদের মন্দির প্রাঙ্গনে মধ্যাহ্ন ভোজনও করানো হয়।