তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকের আয়োজন
আজ পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না এক নম্বর ব্লকের কিষান মান্ডিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হলো।
আজ পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না এক নম্বর ব্লকের কিষান মান্ডিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হলো। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আজকের এই বৈঠকের আয়োজন বলে জানিয়েছেন ।আগের নির্বাচন গুলোতে সংশ্লিষ্ট এলাকার যে সকল বুথ তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে গিয়েছে সেই বুথগুলিতে কিভাবে জয় পাওয়া যায় সেই নিয়ে আজকের বৈঠকের আলোচনা করা হয়।ইতিপূর্বে পঞ্চায়েত নির্বাচনে পলাশন অঞ্চল হাতছাড়া হয়েছে তৃণমূলের।
পলাশন সহ যে সকল বুথ গুলোতে বিরোধীরা জয়লাভ করেছে সেখানে যাতে ঘাসফুল ফোটে তার চেষ্টাই করবেন বলে জানালেন বিধায়িকা।আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন রয়নার শিক্ষক নেতা শৈলেন্দ্র নাথ সাঁই, তৃণমূল নেতা কাজল সরকার,
শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অসীম নায়েক, রায়না গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অশোক নন্দী, সেহারা অঞ্চল সভাপতি সমীর সাঁই,শ্যামসুন্দর অঞ্চল সভাপতি রনজিৎ চন্দ্র, ব্লকের যুব সভাপতি কল্লোল মণ্ডল, মহিলা সভা নেত্রী মৌসুমী ভট্টাচার্য, শিক্ষক সংগঠনের এক নম্বর চক্রের সভাপতি, থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব।