পঞ্চায়েতে সঞ্চালক গঠনের দিনও ঝরলো রক্ত
রক্তাক্ত অবস্থায় গ্রাম পঞ্চায়েতের প্রধান ভর্তি কান্দি মহকুমা হাসপাতালে
সিজগ্রাম গ্রাম পঞ্চায়েতে সঞ্চালক গঠনের দিনও ঝরলো রক্ত, রক্তাক্ত অবস্থায় গ্রাম পঞ্চায়েতের প্রধান ভর্তি কান্দি মহকুমা হাসপাতালে সোমবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের সিজগ্রাম গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক গঠনের দিন ছিল। এই গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক গঠনের দিন সঞ্চালক গঠন হবার ঠিক পরেই কংগ্রেস আসলে তো দুষ্কৃতীরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেশমিনা বিবি
এবং তার স্বামী তৃণমূলের অঞ্চল সভাপতি আমির হামজাকে লক্ষ্য করে হামলা চালায় এবং তাদের বেধরক মারধর করে। আহত অবস্থায় সিজগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেশমিনা বিবিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়
চিকিৎসার জন্য সেখানেই তার প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকায় এবং সামগ্রিক ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ প্রশাসন।