বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

খোস বাগানের যান জট কমাতে ওয়ান ওয়ে করতে চলেছে জেলা প্রশাসন

Published on: August 24, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

রোগীদের স্বার্থে খোস বাগানের যান জট কমাতে আগামী 25শে আগষ্ট থেকে বর্ধমান খোসবাগান এলাকার নারকেল বাগান থেকে সদর থানার কাট আউট পর্যন্ত ওয়ান ওয়ে করতে চলেছে জেলা প্রশাসন।টোটো, গাড়ি, সহ সকলকে সতর্ক করতে বৃহস্পতিবার খোসবাগান এবং শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষথেকে।

বর্ধমান শহরের গুরুত্ব পূর্ন রাস্তা হলো খোসবাগান।খোসবাগান এলাকাতে রয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হসপিটাল সহ একাধিক নার্সিংহোম এবং ডাক্তার খানা। যেখানে প্রতিদিন লক্ষ্য লক্ষ‍্য মানুষের আনাগোনা।আর রাস্তা দিয়ে টোটো,রিক্সা,চারচাকা গাড়ির ভিরে আটকে পরে রোগী বহন কারী এম্বুলেন্স।

এমনকি খোসবাগানে কোনো দূর্ঘটনা ঘটলে পরে পুলিশের গাড়ি, অগ্নি নিবাপন গাড়ি তারাতারি যাওয়ার মতো কোনো পথ না থাকায় চরম সমস্যায় পড়তে হয় এই সমস্ত গুরুত্বপূর্ণ গাড়ি গুলো।আর এই রোগী এবং অতি গুরুত্বপূর্ণ গাড়ি ও আধিকারিকরা যাতে অতি তারা তারি ঘটনাস্থলে পৌঁছাতে পারে সেই কারনেই 25 শে আগস্ট থেকে নারকেল বাগান থেকে সদর থানার কাট আউট পর্যন্ত ওয়ান ওয়ে করতে চলেছে জেলা প্রশাসন।এই ওয়ান ওয়ে থাকবে সকাল ৮ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।

Join Telegram

Join Now