শিল্পাঞ্চলে জুড়ে শ্রমিক স্বার্থে বরাবরই লড়াই করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং
গোটা শিল্পাঞ্চলের মানুষ তাকে শ্রমিক দরদী নেতা হিসেবেই চেনে
ব্যারাকপুর শিল্পাঞ্চলে জুড়ে শ্রমিক স্বার্থে বরাবরই লড়াই করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। গোটা শিল্পাঞ্চলের মানুষ তাকে শ্রমিক দরদী নেতা হিসেবেই চেনে। যখনই ছোট, বড় কোন বিষয় নিয়ে জুটমিল শ্রমিকদের ওপর আঘাত এসেছে তখনই নির্দ্বিধায় তাদের পাশে দাঁড়িয়েছেন দাপুটে নেতা অর্জুন সিং। এবারও অন্যথা হলো না। জগদ্দলের এআই চাঁপদানি জুট মিলের ফাইন ইয়ান ফ্ল্যাক্স ইউনিট দীর্ঘ ২ মাস ধরে বন্ধ।
রুজিরুটি বন্ধ হয়েছে জুটমিল শ্রমিকদের। মিল খোলার দাবিতে মিল গেটের সামনে জুট টেক্সটাইল ওয়াকাস ইউনিয়নের তরফে আজ এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং। সেখানে দাঁড়িয়ে রীতিমতো মিল মালিক কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে সাংসদ বলেন, যত দ্রুত সম্ভব মিল খুলতে হবে।
তিনি বলেন অসাধু কিছু শক্তির সাথে হাত মিলিয়ে মিল কর্তৃপক্ষ মিল বন্ধ রেখেছে। মিলের ভেতরেই মদের আসর বসে তাও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয় না। এছাড়াও অবসর প্রাপ্ত মিল কর্মীদের দ্রুত পাওনা মিটিয়ে দেওয়ার কথা বলেন সংসদ।