পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তি
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ভোট পার্টি সংলগ্ন গোডাউন মোড় এলাকায়
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ভোট পার্টি সংলগ্ন গোডাউন মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে জল্পেশ মোড়ের এক যুবক বাইকে করে ভোট পার্টি থেকে বাড়ির দিকে যাচ্ছেন ময়নাগুড়ির দিক থেকে দ্রুত গতিতে একটি দশ চাকার লরি আছে তাকে পাশ কাটাতে গিয়ে পিছন দিক থেকে আসা
একটি ছাগল ভর্তি পিকআপ ভ্যান সজরে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির তবে মৃত ব্যক্তির এখনো অব্দি নাম পরিচয় জানা যায়নি । ঘটনায় বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন এরপর দেখতে পান রাস্তায় পড়ে রয়েছে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায়।
ঘটনা স্থল থেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ায়।ঘটনার জোরে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এরপর পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করেন।