বাংলার যাত্রা জগতের নক্ষত্র পতনে শোকাচ্ছন্ন শিল্পী কলাকুশলী সহ দর্শকরা। শুক্রবার বর্ধমান টাউন হল মঞ্চে অভিনেতা ,নাট্যগুরু ও দক্ষ সংগঠক প্রয়াত যাদব ঘোষের স্মরণসভা অনুষ্ঠিত হল। বাংলা যাত্রা জগতের দিকপাল পুরুষ পালাকার শম্ভু বাঘ এবং অভিনেতা নটশেখর রাখাল সিংহের সমকালীন অনন্য প্রতিভাধর অভিনেতা নাট্যগুরু যাদব চন্দ্র ঘোষের আকষ্মিক প্রয়াণে মর্মাহত ও শোকাচ্ছন্ন

তার পরিবার সহ কলাকুশলীরা থেকে যাত্রা মোদী দর্শকবৃন্দ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার সাত ও আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ যাদব ঘোষের সান্নিধ্যে আশা বর্ধমানের নাট্য ও যাত্রা শিল্পী গুণমুগ গুণীজনেরা। এদিন প্রয়াত যাদব ঘোষের ছবিতে মালদান করেন উপস্থিত সকল অতিথিগণ।

ও কলাকৌশলী ও শিল্পীরা এর পাশাপাশি জীবন শিল্প চর্চা নিয়ে আলোচনা হয় মহান এই শিল্পী কে ANANDABARTA পরিবার 2018 সালে পূর্ব বর্ধমান জেলার সেরা বাঙালি শিল্পী হিসাবে সম্মান জানাতে পেরে গর্বিত।মহান এই শিল্পীর প্রয়াণে মর্মাহত আমরা।তার পরিবার বর্গকে জানাই গভীর সমবেদনা।