শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হওয়ার পথে আরো একটি কারখানা
শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হওয়ার পথে আরো একটি কারখানা। ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে কাজ করেন পাঁচ হাজার জন শ্রমিক
শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হওয়ার পথে আরো একটি কারখানা। ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে কাজ করেন পাঁচ হাজার জন শ্রমিক। কিন্তু বেশ কয়েকদিন ধরেই শ্রমিক ও মালিক কর্তৃপক্ষর মধ্যে অসন্তোষ লেগেই ছিল। রিলায়েন্স মিলের শ্রমিকদের অভিযোগ আগের থেকে মাত্রা অতিরিক্ত কাজের চাপ বাড়িয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ। অতিরিক্ত কাজের চাপে নাজেহাল মিল শ্রমিকরা।
আর এই শ্রমিক অসন্তোষের জেরেই আর মিলে কাজ করতে আসছে না শ্রমিকরা। তবে মিল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত মিল বন্ধ করে দেওয়ার কোন নোটিশ দেয়নি।যদিও রিলায়েন্স মিলের নির্দিষ্ট একটি ডিপার্টমেন্টের শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
যদিও পুরো মিলটির বাকি শ্রমিকরা কর্মহীন অবস্থায় রয়েছে। গোটা বিষয় নিয়ে শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে মিল কর্তপক্ষের সাথে যাবতীয় কথাবার্তা বলবো। দ্রুত পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।