বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হলো মঙ্গলবার বর্ধমানের বীরপুর এলাকায়
একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হলো মঙ্গলবার বর্ধমানের বীরপুর এলাকায় ঘটনার জানাজানি হওয়ার পরই কচ্ছপ দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমায় বর্ধমানের বিরপুর এলাকার জহর ঘোষের বাড়িতে।জহর ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া কচ্ছপ তুলে দেওয়া হলো বর্ধমানে বন দপ্তরের হাতে।সাধারণত কাদা-জলে কচ্ছপ কালো বা মেটে রংএর দেখা জায়। মঙ্গলবার ভোরে বাড়ি যাবার পথে হঠাৎই বীরপুর এলাকার বাসিন্দা জহর ঘোষ পুকুরের পাশে রাস্তার উপর আচমকাই হাল্কা হলুদরঙের একটি কচ্ছপ দেখে চমকে ওঠেন।
হাল্কা হলুদ রঙের কচ্ছপটি দেখে জহর বাবু প্রথমে একটু চমকে ওঠেন। এরপরই ওই ব্যক্তি সেটিকে বাড়িতে নিয়ে যান। মুখে মুখে খবর ছড়িয়ে পড়তেই প্রাণীটিকে দেখতে ভিড় জমান বহু মানুষ। কেউ কেউ কচ্ছপ টিকে কেটে খাওয়ার প্রসঙ্গোও তুলে ধরেন। সেদিকে কান না দিয়ে সঙ্গে সঙ্গে বর্ধমান বন দপ্তরের খবর দেন তিনি।
এরপর বন দপ্তরের কর্মীরা গিয়ে কচ্ছপ টিকে উদ্ধার করে।প্রথমে আজ ভোরবেলা জহর বাবু পুকুরের পারে বনজঙ্গলে ঘুরে বেরাতে দেখে কচ্ছপটিকে প্রথমে জহরবাবু কচ্ছপটিকে সাপ মনে করেন ,তারপর কাছে গিয়ে লাইট জ্বালিয়ে দেখেন এটি কচ্ছপ,তারপর তিনি সেটিকে ধরে বারিতে নিয়ে চলে আসে।