রামদেব বাবার ১.৫ কোটির লেটেস্ট মডেলের গাড়ি
এই বছরই লঞ্চ হয়েছে ল্যান্ড রোভার ডিফেন্ডার ১৩০
গেরুয়া বসনেই দেশবিদেশের মানুষকে যোগ-ব্যায়াম শেখাতে শেখাতেই লাইমলাইটে এসেছিলেন।পতঞ্জলি যোগপীঠ এবং আয়ুর্বেদ কেন্দ্র নিয়ে বিতর্ক অবশ্য তাঁরও পিছু ছাড়ে না।মহিলাদের নিয়ে একটি মন্তব্যের জেরে সমালোচনা শুরু হয়েছিল তাঁকে নিয়ে।নিউ ল্যান্ড রোভার গাড়ি চালাতে দেখা গেল যোগগুরু রামদেবকে।
ভারতে এই বছরই লঞ্চ হয়েছে ল্যান্ড রোভার ডিফেন্ডার ১৩০। বিলাসবহুল এই গাড়িটির দাম ভারতে ১.৫ কোটি টাকা। গাড়িটির রঙ সেডোনা রেড। এটি ভারতে পাওয়া ল্যান্ড রোভারগুলির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি। চালকের আসনে বসে হরিদ্বারে টেস্ট রাইড হিসেবে চালাতে দেখা গেছে গাড়িটি।