ধর্ষণের অভিযোগ নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে
অফিসে ডেকে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ
ISF’র একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।৪২দিন আগেই জেল খেটেছেন,এবার উঠল ধর্ষণের অভিযোগ।দক্ষিণ ২৪ পরগনা ভাঙড়ের এই বিধায়কের বিরুদ্ধে এক তরুণী অভিযোগ দায়ের করেছেন।তরুণী অভিযোগ করেন যে,নওশাদ তাঁকে ৫ বিবি.গাঙ্গুলি স্ট্রিটের অফিসে ডেকে তাঁকে ধর্ষণ করেন।কলকাতা পুলিশের কমিশনার,রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনে লিখিত অভিযোগ দায়ের করেন।
Social Media-তেও লিখিত অভিযোগপত্রটির Screenshot ছড়িয়ে দেওয়া হয়। রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।সংবাদমাধ্যমের কাছে ঘটনাটি অস্বীকার করেছেন নওশাদ ।রাজনৈতিক মহল দাবি করে,বিষয়টি খতিয়ে দেখা উচিত। তথ্যপ্রমাণ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হোক।বামেদের দাবি,নওশাদের চরিত্র হনন করার চেষ্টা পঞ্চায়েত ভোটের আগে। খুনের অভিযোগের মামলায় জামিন পেয়ে যাবেন,কিন্তু ধর্ষণের ঘটনায় তাঁর জামিন মেলা কঠিন।পঞ্চায়েত নির্বাচনের আগেই গ্রেফতার হতে পারেন নওশাদ?