বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কাকু’র বড় কীর্তি

Published on: June 28, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

১০ টাকার শেয়ার-দর একলাফে ৪৪০ টাকায় বিক্রি করে কালো টাকা সাদা করা হত বলে ইডি-র তদন্তে উঠে এসেছে কালীঘাটের কাকুরবিরুদ্ধে।ইডি ‘কালীঘাটের কাকু’র বড় অপকীর্তি সামনে আনল। অত্যাধিক চড়া দামে শেয়ারদর বিক্রি করা হত মনে করছে কেন্দ্রীয় এজেন্সি।ওয়েলথ উইজার্ড নামে সংস্থার প্রতিটি শেয়ার-দর ছিল বাজারে ১০ টাকা, দেখানো হয়েছে ৪৪০ টাকা।ওই বর্ধিত দরে ১০ কোটি টাকার শেয়ার কেনা হয়েছে।সংস্থা দু’টি এর মধ্যে বন্ধ হয়ে গিয়েছে।

ইডি আগেই অভিযোগ করেছে হাওয়ালার মাধ্যমে বিভিন্ন খাতে প্রায় ১০ কোটি টাকা সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে যোগ থাকা বেনামী সংস্থার মাধ্যমে লেনদেন হয়েছে।ইডি
আদালতে দাবি করেছিল সুজয়কৃষ্ণ চারটি সংস্থা নিয়ন্ত্রণ করতেন ।’কালীঘাটের কাকু’র সঙ্গে যোগ থাকা সংস্থার বিরুদ্ধে শেয়ারের-দরে কারচুপির অভিযোগ ।

Join Telegram

Join Now