মহকুমা হাসপাতালে SDMO গাফিলতির কারণে সদ্যজাতের মৃত্যু,

বিশালগড় মহকুমা হাসপাতালে SDMO জ্যোতির্ময় দাসের গাফিলতির কারণে সদ্যজাতের মৃত্যু, বিশালগড় হাসপাতালে দেখাতে তীব্র উত্তেজনা।

বিশালগড় মহকুমা হাসপাতালে SDMO জ্যোতির্ময় দাসের গাফিলতির কারণে সদ্যজাতের মৃত্যু, বিশালগড় হাসপাতালে দেখাতে তীব্র উত্তেজনা। জানাযায় বিশালগড় অরবিন্দ নগর এলাকার তানিয়া লস্কর দীর্ঘ ৯ মাস যাবত বিশালগড় মহকুমা হাসপাতালে জ্যোতির্ময় দাসের কাছে তার গর্ভবতী চিকিৎসা করাচ্ছেন। মঙ্গলবার সকাল বেলায় কিছুটা অস্বস্তি বোধ করায় তা নিয়ে লস্কর জ্যোতির্ময় দাসের কাছে ওনার চিকিৎসা করাতে আসেন। তখন জ্যোতির্ময় দাস ওনাকে কিছু একটা ঔষধ লিখে দেন এবং ওনার পেটের মধ্যে বাচ্চা ঠিকভাবে আছে বলেও তানিয়া লস্করকে স্পষ্ট জানিয়ে দিন কিন্তু তানিয়া লস্কর জানিয়েছেন উনার পেটের মধ্যে কিছুটা অস্বস্তি বোধ করছেন। জ্যোতির্ময় দাস তুই একটা যেন ঔষধ ওনাকে লিখে দেন তখন তানিয়া লস্কর বিশালগড় মহাকুমা হাসপাতাল থেকে অরবিন্দনগর নিজ বাড়িতে চলে যান।

 

অরবিন্দ নগর যাওয়ার পর তানিয়া লস্করের রক্তপাত শুরু হয় ঔষধ খাবার পর। দ্রুত পরিবারের লোকেরা নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসার পর তানিয়া লস্কর মৃত শিশু প্রসব করেন। পরিবারের অভিযোগ বিশালগড় মহকুমা হাসপাতালে বেআইনিভাবে আত্ম উপার্জন করে গর্ভবতীদের কাছ থেকে প্রচুর সংখ্যক ঔষধ লিখে মুনাফা আদায় করে নিচ্ছেন বিভিন্ন ঔষধ কোম্পানির কাছ থেকে আর তারিখ আসার দিতে হয়েছে মঙ্গলবার তানিয়া লস্করের। ভুল চিকিৎসার কারণেই তা নিয়ে লস্কর মৃত শিশু প্রসব করেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা পাশাপাশি জ্যোতির্ময় দাসের কঠোর শাস্তির দাবিতে বিশালগড় থানায় মামলা দায়ের করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে বিশালগড় মহকুমা কর্মরত সাংবাদিক জুয়েল সাহা,

 

রাসেল আহমেদ, সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের একপ্রকার দেখে নেওয়ার হুমকি প্রদান করেন কর্তব্যরত চিকিৎসক জ্যোতির্ময় দাস ।জানাযায় প্রতিনিয়ত বিশালগড় মহকুমা হাসপাতালে বেআইনিভাবে গর্ভপাত করিয়া যাচ্ছেন জ্যোতির্ময় দাস আর সেই খবর পেয়ে যায় বিশালগড় মহকুমা কর্মরত সাংবাদিকগণ। কতব্যরত চিকিৎসক জ্যোতির্ময় দাসের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। অন্যদিকে বিশালগড় থানায় সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকির অভিযোগে জ্যোতির্ময় দাসের বিরুদ্ধে মামলা দায়ের করবেন সাংবাদিকগণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *