বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি সংলগ্ন এলাকার চারটি গ্রাম পানবাড়ি থেকে মৌলানি যাওয়ার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি সংলগ্ন এলাকার চারটি গ্রাম পানবাড়ি থেকে মৌলানি যাওয়ার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিশ বছর থেকে বেহালা অবস্থায় পড়ে রয়েছে রাস্তা নেই রাস্তা সংস্কারের কাজ পানবাড়ি থেকে সাত ভেন্ডি দিয়ে মৌলানি যাওয়ার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন যাবত বারবার ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিও কোন সুরাহা হয়নি তবে সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগে যদি রাস্তার কাজের সংস্কার না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানিয়ে দেন ওই এলাকার বাসিন্দারা।
এবং ওই এলাকার চারটি গ্রাম রয়েছে ,সাত ভেন্ডি, ঝাড় বড়গিলা , কাজল দিঘি, চেংমারী, এই চারটি গ্রামের মানুষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকে । ছয় থেকে সাত হাজার ভোট বয়কট হুশিয়ারি দিলেন আজ। এই রাস্তা দিয়ে নিয়মিত কয়েকশো মানুষ যাতায়াত করেন । এই রাস্তা দিযে স্কুলের বাচ্চারা প্রত্যেকদিন সাইকেলে করে স্কুলে যায় যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা এর আগেও এই রাস্তায় দুর্ঘটনা ঘটেছিল এরপর ২০১৫ সালে একটি লিখিত আকারে বিডিও কে জানিয়ে দেন। বিডিও কে জানিয়েও কোন সূরহা হয়নি ওই এলাকার নির্মল কুমার রায় নামে এক ব্যক্তি জানিয়েছেন এই রাস্তা সংস্কারের জন্য প্রধান পঞ্চায়েত ভিডিও জেলা পরিষদের মেম্বার এবং
দিদিকে বলো এক ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কল করেছি কিন্তু কোন সূরহা হয়নি তাই অবিলম্বে যদি দ্রুত রাস্তার কাজ সংস্কার করা না হয় তাহলে সামনেই পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের আগে বৃহত্তর আন্দোলন এবং এখানকার বুধ গুলো মিলে ভোট বয়কটের ডাক দেবেন। এ বিষয়ে ময়নাগুড়ি ভিডিও শুভ্র নন্দী কে কল করা হলে , তিনি বলেন আমি ২০২০ সালে জয়েন হয়েছি এখনো অব্দি আমার কাছে কোন লিখিত জমা পড়েনি। তবে যদি লিখিত জমা পড়ে তবে খতিয়ে দেখব।