প্রতিবাদ মিছিল শুরু করলো বামেরা

রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে সুস্থ পঠনপাঠন ফিরিয়ে আনতে হবে।

রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে সুস্থ পঠনপাঠন ফিরিয়ে আনতে হবে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এক ছাত্রকে ভর্তি নিচ্ছে না বিশ্বভারতী। পাশাপাশি সাতজন পড়ুয়ার এক বছরের জন্য সাসপেনশন প্রত্যাহার করতে হবে।

 

এক অধ্যাপক কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেই অধ্যাপক কে পুনরায় আগের কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে। এই দাবি দাওয়া নিয়ে এবার বীরভূমের বোলপুরে প্রতিবাদ মিছিল শুরু করলো বামেরা।

 

বামফ্রন্টের এই প্রতিবাদ মিছিলে নেতৃত্বে রয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মিছিল শুরু হয়েছে বোলপুরের রেল ময়দান থেকে। শান্তিনিকেতন রোড ধরে বিশ্বভারতী হস্তশিল্প মার্কেটে একটি প্রতিবাদ সভা হয় বামেদের সেখানেই প্রধান বক্তা হিসেবে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *