ডাইরিয়া প্রকোপ বৃদ্ধি
দক্ষিণ জেলাসদর বিলোনিয়া ডাইরিয়ার প্রকোপ; স্বাস্থ্য দপ্তরের চেতনা হওয়ার আগেই পুরো মহকুমারের প্রতি টি উপ স্বাস্থ্য কেন্দ্র ই কম বেশি রুগির উপস্থিতি টের পাওয়া যা
দক্ষিণ জেলাসদর বিলোনিয়া ডাইরিয়ার প্রকোপ; স্বাস্থ্য দপ্তরের চেতনা হওয়ার আগেই পুরো মহকুমারের প্রতি টি উপ স্বাস্থ্য কেন্দ্র ই কম বেশি রুগির উপস্থিতি টের পাওয়া যায়; এর মধ্যে মাই ছড়া উপস্বাস্থ্য কেন্দ্র ও বিলোনিয়া মহকুমা হাসপাতালে রুগির সংখ্যা বেশি: সোমবার মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে গিয়ে সকলের প্রতি সর্তকতা বজায় রেখে চলার আবেদন রাখেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস। বর্তমান সময়ে কয়েক দিন ধরে মহকুমার বিভিন্ন জায়গায় পেটের রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সবচাইতে বেশি এই ধরনের রোগী আসছে। বিশেষ করে এখানকার গাছবাড়িয়া এবং কলাবাড়িয়া এ দুটি জায়গা থেকে এই রোগ ব্যাপকভাবে ছড়াচ্ছে বলে জানা যায়।
মাইছাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি এই দুটি এলাকাতেও পরিদর্শন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। উনার প্রাথমিক ধারণা হয়তো বা জল বাহিত কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। তাই অযথা মানুষকে আতঙ্কিত না হতে তিনি আবেদন রাখেন। গতকাল পর্যন্ত মাইছড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ৬৪ জন রোগী পরিষেবা নেওয়া এবং ১১ জন ভর্তি থাকার পর আজ নতুন করে ১৫ জন একই রোগে হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা নিয়ে গেছেন। এছাড়াও বিলোনিয়া মহকুমা হাসপাতালে প্রায় ২৮জন রোগী রয়েছে এই রোগে জানান মুখ্য স্বাস্থ্য অধিকারীক।
এ নিয়ে গতকাল রাতেই মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে এসে রোগীসহ রোগীর আত্মীয় পরিজনদের সাথে কথা বলেছেন বিলোনিয়া বিজেপি মন্ডল সভাপতি গৌতম সরকার। পাশাপাশি সোমবার ও পূর্বকলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন রোগীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন প্রাক্তন মন্ডল সভাপতি গৌতম দত্ত গুপ্ত। এলাকা জুড়ে চাঞ্চল এবং চাপা আতঙ্ক তৈরি হয়েছে।স্বাস্থ্য দপ্তর যদি অতিসত্বর কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে পরিস্থিতি অন্য দিকে মোর নিতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ জনগ ন।