আবাস যোজনায় দুর্নীতি
অনন্যা জেলার মতো এবারও মালদা জেলার হরিশ্চন্দ্রপুর অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে আবাস প্লাস নিয়ে দুর্নীতি।
সরকারি আবাস যোজনায় ঘরের তালিকায় নাম না থাকায় একাধিক দুর্নীতির অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন প্রায় কয়েকশো গ্রামবাসী।বিক্ষোবকারীদের অভিযোগ সরকারী আবাস যোজনায় ঘরের তালিকায় নাম রয়েছে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাই ও উপপ্রধানের বাবা এবং একাংশ সদস্যের নাম জড়িয়ে রয়েছে আবাস প্লাস লিস্টে। যাদের বড় বড় বিল্ডিং রয়েছে, মার্বেল লাগানো বাড়ি রয়েছে, এবং আগেও যারা সরকারি বাড়ি পেয়েছে তাদের সদ্য প্রকাশিত আবাস যোজনার তালিকায় তাদেরই নাম রয়েছে।যারা ভূমিহীন পরিবার দিন আনে দিন খায়,
পরিবার পাট্টা জমিতে বসবাস করে, তাদের ঘরের লিস্ট থেকে বঞ্চিত করা হয়েছে।ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিরুদ্ধে কাঠমানি দেওয়া সত্ত্বেও লিস্টে নাম নেই বলে অভিযোগ উঠেছে।টাকা ফেরত না পেলে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হবে বলে হুঁশিয়ারি গ্রামবাসীর ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার ভাই ও পরিবারের সদস্যে লিস্টে নাম রয়েছে এই নিয়ে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমের মুখোমুখি কোন মন্তব্য করতে চাননি তিনি।
ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেকেন্দার বক্স তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।তিনি বলেন ২০১৮ সালে নতুন লিস্টে আমার বাবার নাম ছিল এখন বর্তমানে নাই।গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারি সেক্রেটারি মঙ্গল আশ্বাস দিয়েছেন যে পুনরায় সমীক্ষা হবে আবাস প্লাস যোজনার।এই সমগ্র ঘটনাকে নিয়ে তীব্র কটাক্ষ করেছেন ভিঙ্গল অঞ্চলের তৃণমূলের সদস্য অমিত দাস।যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।