অনুষ্ঠিত হতে চলেছে বোলপুরে পৌষ মেলা
বোলপুর ডাকবাংলা মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বিকল্প পৌষ মেলা এই পৌষ মেলা নিয়ে আজকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বোলপুর ডাকবাংলা মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বিকল্প পৌষ মেলা। এই পৌষ মেলা নিয়ে আজকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ মহাশয়, বীরভূম জেলা সভাধিপতি ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী মহাশয়, বীরভূম জেলাশাসক বিধান চন্দ্র রায় মহাশয়,
বোলপুরের এসডিপিও নিখিল আগরওয়াল মহাশয়,বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ মহাশয়,বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ মহাশয়া, এছাড়া উপস্থিত ছিলেন বোলপুর ব্যবসা সমিতি, বাংলা সংস্কৃতিক মঞ্চ, বোলপুর হস্তশিল্প সমিতি ও বোলপুরে পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।
এই মেলা শুভ উদ্বোধন হবে ৭ই পৌষ বেলা দশটায়। চলবে ছ’দিন এই মেলায় লোকসংস্কৃতি বিভিন্ন অনুষ্ঠান বিশেষ দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করা যায় । সমস্ত প্রশাসনিক নিয়মকানুন মেনে এই মেলা অনুষ্ঠিত হবে বোলপুর ডাকবাংলা ময়দানে।