বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পড়ুয়া বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

Published on: December 7, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

উপাচার্যের বাসভবনের গেটে আন্দোলনকারীদের ব্যানার লাগানো কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থলে মোতায়েন শান্তিনিকেতন থানার পুলিশ রয়েছে । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশাল নিজস্ব নিরাপত্তা কর্মীরা।পূর্বপল্লীর মাঠেই পৌষ মেলা করতে হবে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ভর্তি নেওয়া হচ্ছে না।

 

 

বিভিন্ন ক্ষেত্রে উপাচার্যের বিরুদ্ধে কথা বললেই কর্তৃপক্ষের শাস্তির মুখে পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রী, অধ্যাপক, কর্মীদের। একাধিক দাবি নিয়ে উপাচার্যের বাড়ির সামনে প্যান্ডেল টাঙিয়ে অবস্থান মঞ্চ গড়ে তোলে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্বভারতীর পড়ুয়ারা।এদিন আন্দোলনরত পড়ুয়াদের তরফ থেকে মশাল মিছিলের ডাক দেওয়া হয়। শান্তিনিকেতনের উপাসনা গৃহ থেকে শুরু হয় মশাল মিছিল। মিছিলের মূল স্লোগান ছিল ভাঙো ভাঙো ভাঙরে অচলায়তন ভাঙ্গরে।

 

 

সেই মসাল মিছিল পৌঁছাই উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে। অপ্রীতিকর পরিবেশ যাহাতে না ঘটে তার জন্য রাজ্য পুলিশের পাশাপাশি বিশ্বভারতীর নিজস্ব বিশাল নিরাপত্তা কর্মীরা মোতাযেন ছিল। আন্দোলনকারীদের পক্ষ থেকে উপাচার্যের বাসভবনের মূল গেটে ব্যানার লাগানো কে কেন্দ্র করে বছসা শুরু হয় নিরাপত্তা কর্মীদের। শুরু হয় চূড়ান্ত উত্তেজনা। পুলিশ অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Join Telegram

Join Now