জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
গৌরবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
গৌরবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি সুজিত মুখার্জি ,গৌড়বাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উৎপল দত্ত সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।
বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা , ১০০ দিনের টাকা বাংলার বন্ধ করে দেওয়া, এবং বিভিন্ন প্রকল্প থেকে বাংলাকে বঞ্চিত করার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল বলে জানা যায়। মিছিলটি গৌরবাজার দলীয় কার্যালয় থেকে 2 কিলোমিটার পরিক্রমা করে দলীয় কার্যালয় শেষ হয়। মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পায়ে পা মেলান। এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মিছিলে বিধায়ক কেন্দ্রের বিষোদাগার করেন। বলেন, সারা দেশের সাধারণ মানুষের সাথে কেন্দ্র সরকার প্রতারিত করছেন। বাংলার মানুষের বঞ্চনার প্রতিবাদে সাধারণ মানুষ আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে। এই বিজেপির স্বৈরাচারী সরকার জনহিতকর সকল কার্যপ্রণালী থেকে বাংলার মানুষকে বঞ্চিত করছেন।