বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ফুটবল টুর্নামেন্টের আয়োজন

Published on: November 7, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় অঞ্চলের শংকরপুর গ্রামে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো। বিবেকানন্দ পাঠাগারের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট। করোনা পরিস্থিতির কারণে বিগত দু’বছর ধরে খেলার মাঠে ফুটবল ক্রিকেট খেলা প্রায় বন্ধই হয়েছিল। অবশেষে বিবেকানন্দ পাঠাগারের উদ্যোগে এবং পুরো গ্রামবাসী সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সহযোগিতায় আজ এক দিবসীয় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রায় দশ বছর ধরে চলছে এই খেলা। আজকের এই ফুটবল টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করেছে।

বর্তমান প্রজন্ম মাঠে গিয়ে খেলাধুলা করার প্রতি উৎসাহ হারিয়ে স্মার্টফোন মুখী হয়ে পড়েছে। তাই যুব সমাজ এবং ছাত্রসমাজকে মাঠে ফিরিয়ে আনার জন্যই এই প্রয়াস। খেলার মাঠের খেলা আর রক্তদান শিবিরের আয়োজন সম্প্রীতির বার্তা দেয়। তাই সকলে মিলে খেলার মাঠে ফুটবল টুর্নামেন্ট দেখতে জড়ো হয়েছেন বলে জানালেন জামালপুর বিধানসভার বিধায়ক আলোক কুমার মাঝি। খেলায় কোন প্রবেশ মূল্য নেই।

সকালের টিফিন থেকে দুপুরের খাবার সবটাই দেওয়া হচ্ছে আজকের এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের। আজকের এই খেলায় জয়ী দলকে ট্রফি সহ কিছু অর্থ পুরস্কার স্বরূপ দেওয়ার পাশাপাশি সবথেকে ভালো যে খেলোয়াড় খেলেছে তাকেও পুরস্কৃত করা হয় বলে জানালেন বিধায়ক। আজকের এই ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কৈয়ড় অঞ্চলের উপ প্রধান শাহজাহান শেখ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল দত্ত সহ বিশিষ্ট সমাজ সেবীগণ এবং দলীয় নেতাকর্মীরা।

Join Telegram

Join Now