পুলিশের মানবিক মুখ
এক অশীতিপর বৃদ্ধ প্রায় নগ্ন অবস্থায় রাস্তার পাশে বসে আছে
রবিবার বিকেলে বর্ধমান শহরের কৃষ্ণsayer পার্ক সংলগ্ন গোলাপবাগ মোড় এলাকা দিয়ে যাবার সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়ের নজরে পড়ে এক অশীতিপর বৃদ্ধ প্রায় নগ্ন অবস্থায় রাস্তার পাশে বসে আছে |
সময় নষ্ট না করে তৎক্ষণাৎ তিনি সংগঠনের দপ্তরে ফোন করে কিছু কাপড় আনতে বলেন এবং সেই সঙ্গে বর্ধমান থানার আইসি কে ফোন করে জানান বিষয়টি | প্রায় সঙ্গে সঙ্গেই বর্ধমান থানার পুলিশ এসে ওই বৃদ্ধ কে কাপড় পরিয়ে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যায় |
প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় জানান,সমগ্র বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে পুলিশের তৎপরতা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য |