পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বদলা নেবে তৃণমূল
অভিষেক বলেছেন'গুজরাতে ৩ হাজার কোটির মূর্তি হলে দুর্গাপুজোয় অনুদান নয় কেন?অভিষেক বার্তা দিয়েছেন, তৃণমূলে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর বলে কেউ নেই।
তৃণমূলের সাংগঠনিক সভা থেকে পঞ্চায়েত ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বদলা নেবে তৃণমূল।”ইডি, সিবিআই-কে তোয়াক্কা করে না তৃণমূল,তিনি আরও বলেছন অমিত শাহ তৃণমূলকে ভয় করে, সেজন্যই ইডি-সিবিআই দেখিয়ে ধমকে চমকে দমিয়ে রাখার চেষ্টা করছেন’ প্রসঙ্গত উল্লেখ্য গতকাল মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। একসঙ্গে তাঁর ৬টি বাড়িতে হামলা চালানো হয়।
জনস্বার্থ মামলা দায়ের হয়েছে পুজোর অনুদান নিয়ে,এই ভাবে দমানো যাবে না ।তৃণমূলে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেছেন’গুজরাতে ৩ হাজার কোটির মূর্তি হলে দুর্গাপুজোয় অনুদান নয় কেন?অভিষেক বার্তা দিয়েছেন, তৃণমূলে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর বলে কেউ নেই।কারোর প্ররোচনায় পা দেবেন না দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন মমতা।