বাড়ির ওপর ভেঙে পড়ল বিশাল আকৃতির এক বটগাছ
বাড়ির ওপর ভেঙে পড়ল বিশাল আকৃতির এক বটগাছ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত লোহাই গ্রামে
বাড়ির ওপর ভেঙে পড়ল বিশাল আকৃতির এক বটগাছ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত লোহাই গ্রামে। জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাতের জেরে বট গাছের গোড়া আলগা হয়ে যাওয়ার কারণে
সমূলে উৎপাঠিত হয়ে একেবারে একটি বাড়ির উপরে ভেঙে পড়েছে ওই বট গাছটি। বাড়ির উপরে বটগাছ পড়ে যাওয়ার কারণে বাড়ির ছাউনি ভেঙে পড়েছে। ওই সময় ঘরের মধ্যেই ছিল দুই ব্যক্তি তাদের অল্পবিস্তার চোটে লেগেছে।
আনুমানিক হাজার ৩০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনা সম্পর্কে জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েতের প্রধান কে। ভেঙে পড়া বট গাছটি প্রায় ১০০ বছরের পুরনা। হঠাৎ করে গাছটি বাড়ির উপরে ভেঙে পড়ায় ক্ষয়ক্ষতির মুখে পরিবারটি।