ভারতকে হারিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচ মোঃ নাওয়াজ/Player of the match Md Nawaz defeated India
পাকিস্তানের বিরুদ্ধে খুব কম ম্যাচে তিনি খারাপ খেলেছেন। ভারতের ইনিংস ১৮১ রানের শেষ হয়।
আজ এশিয়া কাপে ভারত পাকিস্তান সুপার ফোরে মুখোমুখি হয়। প্রথমে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। শুরুতে রোহিত শর্মা ও কে এল রাহুল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। দুজনে ব্যক্তিগত ২৮ রানে আউট হয় এরপর একদিকে ইনিংস সাজিয়ে তোলার দায়িত্ব নেয় বিরাট কোহলি।
একদিকে যখন উইকেট পড়ছে তখন উইকেটে পড়ে থেকে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি করলেন বিরাট এবং প্রমাণ করলেন তিনি বড় ম্যাচের প্লেয়ার। পাকিস্তানের বিরুদ্ধে খুব কম ম্যাচে তিনি খারাপ খেলেছেন। ভারতের ইনিংস ১৮১ রানের শেষ হয়।
১৮২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে টানটান উত্তেজনায় শেষ বলের আগেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান ৭১ এবং মোঃ নাওয়াজ ৪২ রান করেন ।ভারতীয় বোলাররা সেভাবে আজকের ম্যাচে ছাপ ফেলতে পারেননি। শেষ মুহূর্তে আর্ষদিপ সিংয়ের সহজ ক্যাচ মিস ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেয়।