কালিমা লিপ্ত করার চেষ্টা
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে সুন্দর জয়েন করার জন্য ও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে সুন্দর জয়েন করার জন্য ও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ইতিমধ্যে তার সুফল পাচ্ছে বর্ধমান বাসী শহর বর্ধমানের ২৩ নম্বর ওয়ার্ডে আঁজির বাগান পদ্মপুকুর এলাকায়
রাতের অন্ধকারে রাইস মিলে ছাই ফেলে যাচ্ছে বলে অভিযোগ এছাড়াও ট্রাকটারে করে ময়লা আবর্জনা ফেলে দেয়া হচ্ছে প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা যায় এটি কোন ভ্যাটের জায়গা নয় কালনা রোড এলাকায় অনুমোদিত ভ্যাট আছে সেখানে শহরের নোংরা আবর্জনা ফেলা হয়। এই পদ্মপুকুর এলাকায় নোংরা আবর্জনা ফেলার ফলে দূষিত হচ্ছে পরিবেশ দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী
শুধু তাই নয় সেখানে মরা ছাগল ও গরু ও পড়ে থাকতে দেখা গেল কিছুদিন আগে খোকন দাসের উদ্যোগে ওই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল কিন্তু কিছু মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করতে এবং বিধায়ক খোকন দাসকে বদনাম করতে এই কাজ করছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা