পঞ্চায়েত নির্বাচন ডিসেম্বর মাসেই /Panchayat elections in December
২০১৯ সালে দলের শ্লোগান ছিল ৪২ - ৪২,এবার সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে অভিষেক বলে ধারণা সকলের।বেশি সিট্ জিতে কেন্দ্রে সরকার গঠনে কিছুটা হলেও থাবা বসাতে চাইছে তৃণমূল এটা পরিষ্কার।
রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন মে মাসে হওয়ার কথা থাকলেও নির্বাচন যে এগিয়ে আসছে তার ইঙ্গিত ইতিমধ্যেই একাধিকবার দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।নবান্ন সূত্রে খবর বছরের শেষ দিকেই নির্বাচন করানোর কথা ভাবছে রাজ্যের শাসক দল। জগদ্বাত্রী পুজোর পরেই নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে বলেই জানা যাচ্ছে। সেক্ষেত্রে ডিসেম্বর মাসেই পঞ্চায়েত নির্বাচন হবার সম্ভাবনা। শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) ভিতরে শুরু হয়ে গেল প্রার্থী বাছাইয়ের পালা।রাজ্যের ২০টি জেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত – ৩টি স্তরের মোট ৭৭ হাজার আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছে শাসক দল।এবারে প্রার্থী করা হবে শিক্ষিত তরুণ প্রজন্ম ও মহিলাদের বলে শোনা যাচ্ছে ।তৃণমূলের নবনির্বাচিত টিমের সদস্য দের রিপোর্ট পাঠাতে বলেছেন সর্বভারতীয় সাধারন সম্পাদক তথা দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দু’সপ্তাহ অন্তর জেলা কমিটিকে বৈঠক করে সেই রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। মূল লক্ষ্য পঞ্চায়েত নির্বাচনে জয়লাভই বলে অনেকেই মনে করছেন।৭৭ হাজার আসনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল। আর সেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরুও হয়ে গিয়েছে। এই বিষয়ে দলের জেলা সভাপতিদের নিজস্ব মতামতও দিতে বলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন নয় সেটা অনেকেই বুঝতে পারছেন।তার টার্গেট লোকসভা নির্বাচন সেটা কার্যত পরিষ্কার।
২০১৯ সালে দলের শ্লোগান ছিল ৪২ – ৪২,এবার সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে অভিষেক বলে ধারণা সকলের।বেশি সিট্ জিতে কেন্দ্রে সরকার গঠনে কিছুটা হলেও থাবা বসাতে চাইছে তৃণমূল এটা পরিষ্কার।