বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রাখি পূর্ণিমা উপলক্ষে নিগামানন্দ আশ্রমে জমজমাট মেলা

Published on: August 12, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

ময়নাগুড়ি, শুক্রবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের নিগামানন্দ আশ্রমে জমজমাট মেলা প্রতিবছরের মত এ বছরও আশ্রমের তরফ থেকে মেলার আয়োজন করেছে,গত দু’বছর করোনার জন্য মেলা বন্ধ ছিল তবে মন্দিরের ভিতরে পূজো চলেছিল

 

কিন্তু এবছর করোনা কাটিয়ে উপচে পরা ভিড় প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষের সমাগম হয় এই আশ্রম চত্বরে,রাখি পূর্ণিমা মানে ভাই-বোনদের প্রতিবন্ধন উৎসব এদিন বোন ভাই দাদা বন্ধু-বান্ধবী হাতে রাখি নামে একটি পবিত্র সুতো পরিয়ে দেয়।

 

এই মন্দির চত্বরে অনেক দূর দুরন্ত থেকে আসে দর্শনার্থীরা।তবে দীর্ঘদিন ধরেই এই আশ্রম চালিয়ে আসেন প্রায় ১৬ থেকে ১৭ জন সদস্য নিয়ে তবে যারা আসেন এই আশ্রমে তাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করেন আশ্রম সদস্যরা,

Join Telegram

Join Now