বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

গণধর্ষণের শিকার

Published on: July 3, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

রথের মেলা দেখে বাড়ি ফেরার পথে রাস্তা ভুল করে ফেলেছিলেন দুই বধূ। নির্জন এলাকায় একলা পেয়ে তাদের একজনকে গণধর্ষণের শিকার হয়। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের দিগনগর গ্রামের ঘটনা। ওই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা দিগনগর গ্রামেরই বাসিন্দা বলে জানা যায়।ওই বধূ রথযাত্রা উপলক্ষে বাপেরবাড়ি এসেছিলেন। শুক্রবার সন্ধেয় বিবাহিতা ননদকে নিয়ে রথের মেলা দেখতে যান। রাত প্রায় সাড়ে দশটা নাগাদ দু’জনে বাড়ি ফিরছিলেন।

নির্যাতিতা জানান, ভিড়ের মধ্যে তাঁরা ভুল রাস্তায় চলে যান। দিগনগর থেকে আলিগ্রামের দিকে যে রাস্তাটি গিয়েছে সেদিকে অনেকটা এগিয়ে যান। নির্যাতিতার দাবি, পরিচিত একজনের সঙ্গে দেখা হওয়ায় তাঁর ননদ দাঁড়িয়ে কথা বলছিলেন। সেইসময় তিনি কিছুটা এগিয়ে যান। তখনই বাইকে চড়ে আসা তিন যুবক পথ আটকে মুখ চেপে মাঠের দিকে তুলে নিয়ে যায়। এরপর তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।ঘটনাস্থল পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়।

মাঠের মাঝে ওই বধূকে ফেলে পালিয়ে যায় তিনজন। নির্যাতিতা কোনওরকমে উঠে কেঁওতলার কাছে কর্তব্যরত পুলিশ কর্মীদের জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা একজনকে চিনে ফেলেছিলেন। পুলিশের কাছে তার নামও জানিয়েছেন। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় এদিন ঘটনাস্থলে আসেন। তিনি জানান, “ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ।” পরে সন্ধের দিকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম বিপত্তারণ পাল, বিল্টু দে এবং সাহেব পাল। আজ বর্ধমান আদালতে তোলা হয়।

Join Telegram

Join Now