এলাকায় নেই কোন জলের ব্যবস্থা
বর্ধমান পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ড জেলখানা মোড় চৌধুরী বাজার কাছে বহুদিনের সমস্যা,
বর্ধমান পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ড জেলখানা মোড় চৌধুরী বাজার কাছে বহুদিনের সমস্যা, এই এলাকায় কোন জলের ব্যবস্থা নেই সাধারণ মানুষ না জানছেন এবং দোকানদাররা সময়ে জল তুলতে পারছেন না একদিকে যেমন চারিদিকে জলের ব্যবস্থার জন্য মোটা মোটা পাইপ লাগানো হচ্ছে
যাতে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যায় জল। আরেক দিকে দেখা যাচ্ছে এলাকার সাধারণ মানুষ স্থানীয় কাউন্সিলর কে বারবার জানানোর সত্ত্বেও একটা কলের ব্যবস্থাও ঠিকমতো হচ্ছে না। এলাকার সাধারণ মানুষ, এই 3 নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের সময় থেকেই জল যন্ত্রণায় ভুগছেন পথ চলতি থেকে ব্যবসায়ীরা
এলাকাতে একটি মাত্র কলের ব্যবস্থা আছে আর নেই কোন জায়গা জলের ব্যবস্থা,প্রত্যেক শুক্র বার পৌরসভার উদ্যোগ পৌরপতি নিজে শহরের মানুষজনদের সঙ্গে ফোনে কথা বলেন অভিযোগ নিজেই শুনেন, কিন্তু শুনিয়াও কোন লাভ হয় না এমনই অভিযোগ,এখন সাধারণ মানুষ চাইছেনখুব শীঘ্র একটি জলে কল ব্যবস্থা করা হোক তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ পৌরসভার দিকে