বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের ভিড়

Published on: July 2, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

বর্ধমান সর্বমঙ্গলা মন্দির ের ভক্তদের ভিড়,বিপতরণী পূজা উপলক্ষে হাজার হাজার ভক্তরা ভিড় করেন মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে যায় জানা যায় এই বিপদতারিনী পূজো বিপদমুক্ত করতে এই পুজো বাড়ির পরিবার যাতে সুখ শান্তিতে থাকে এবং মায়েরা সন্তানদের জন্য উপোস রাখেন

সকাল থেকে পূজোর দেবার পর তারা উপস ভঙ্গ করেন বলে জানান ভক্তরা, মন্দিরের চারিদিকে করা ব্যবস্থা থাকে পুলিশের যাতে কোনো রকম অপ্রীতী যাতে ঘটনা না ঘটে এবং প্রায় ১০০ থেকে ১৫০ জন সদস্য থাকে ভারত এন্ড স্কাউট গ্রুপের সদস্যরা তারা

ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেন পাশাপাশি বর্ধমান রেডক্রসের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বিনামূল্যে যদি কোন ভক্তরা অসুস্থ হয়ে পড়েন তাদের সঙ্গে সঙ্গে সেখান থেকে ট্রিটমেন্ট করে যাতে সুস্থ করা যায় সেই দায়িত্ব তারা নিয়ে থাকেন সর্বমঙ্গলা মন্দির চত্বরে

Join Telegram

Join Now