1 থেকে 10 এর মধ্যে মাধ্যমিকে বর্ধমানের কোন কোন স্কুলের 6জন ছাত্র ছাত্রী জেনে নিন
আজ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। সকাল থেকেই নজর ছিল টিভির পর্দায় ।এবারে মাধ্যমিকে বর্ধমান এ ফলাফল রাজ্যের মধ্যে নজরকাড়া।
RAJIB MONDAL: -আজ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। সকাল থেকেই নজর ছিল টিভির পর্দায় ।এবারে মাধ্যমিকে বর্ধমান এ ফলাফল রাজ্যের মধ্যে নজরকাড়া। রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে যুগ্ম ভাবে বর্ধমান সি এম এস স্কুলের ছাত্র রৌনাক মন্ডল যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে। রৌনাক ছাড়াও ওই স্কুলের সৌনক ব্যানার্জি দশম স্থান অধিকার করেছে।
পাশাপাশি বর্ধমান বিদ্যার্থী গার্লস স্কুলের সাবিনা ইয়াসমিন পঞ্চম স্থান অধিকার করেছে, ষষ্ঠ স্থান অধিকার করেছে মিউনিসিপ্যাল গার্লস স্কুলের সৃজিতা গোস্বামী,নবম স্থান অধিকার করেছে বর্ধমান টাউন স্কুলের ছাত্র সৌনাক দেএবং যুগ্মভাবে নবম স্থান অধিকার করেছে বর্ধমানের মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র অংকুর ঘোষ ।রাজ্যের মধ্যে বর্ধমান শহরের 6 জন ছাত্র 1 থেকে 10 এর মধ্যে স্থান দখল করায় আপ্লুত বর্ধমান শহরের মানুষজন ।পাশাপাশি গর্ব বোধ করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।