বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বর্ধমান শহরে কে তিলোত্তমা করার লক্ষ্যে নাগরিক কনভেনশন

Published on: May 7, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

বর্ধমান শহরকে যানজটমুক্ত, জঞ্জালমুক্ত, ও সকলের কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যে আজ বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত করাহল।এদিনের পৌর কনভেনশনে উপস্থিত ছিলেন জেলা শাসক প্রিয়াংঙ্কা সিংলা,পুলিশ সুপার কামনাশিষ সেন, বিধায়ক খোকন দাস, কাকলি তা, পৌরপতি পরেশ সরকার, মৌসুমী দাস সহ অন্যান্যরা।


বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস,বলেন বর্ধমান শহরে রাস্তা বাড়ছে না, বাড়ছে জনসংখ্যা, গাড়ি। যেভাবে রাস্তায় টোটোর এবং হকারদের জবরদখল তাতে সাধারণ অসুবিধা হয়ে পড়েছে। তাই তাঁরা শহরকে যানজট মুক্ত করতে ৩৫টি ওয়ার্ডেই টোটোর মালিকানা নথীভুক্ত করা শুরু করেছে। বর্তমানে গোটা শহরে ৭-৮ হাজার টোটো চলছে।

কিন্তু এখনও পর্যন্ত ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২৬টি ওয়ার্ডে নাম নথীভুক্ত করতে গিয়ে দেখেছেন মাত্র ৬৩০জনের টোটোর মালিকানা রয়েছে।নতুন টোটোও আর নামাতে দেওয়া হবে না। যানজট মুক্ত করতে নথীভুক্ত টোটোদের দুটি সিফটে ভাগ করে দেওয়া হবে।

Join Telegram

Join Now