“লক্ষ্মী বারে” লক্ষীর ভান্ডার এর অর্থ বিতরন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার মানেই বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা। চৌকাঠ জুড়ে খড়ির আলপনা, আর ধুপ ধুনোর গন্ধে ম ম করে বাড়ি

বৃহস্পতিবার মানেই বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা। চৌকাঠ জুড়ে খড়ির আলপনা, আর ধুপ ধুনোর গন্ধে ম ম করে বাড়ি। এবার সেই লক্ষীবার অর্থাৎ বৃহস্পতিবারেই লক্ষীর ভান্ডার প্রকল্পের অর্থ প্রদান করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা বাংলার প্রত্যেকটি মহিলা পাবেন এই অর্থ। এমনটাই জানা গিয়েছে।

 

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে আগামী বৃহস্পতিবার, ৫ মে দুপুর ১টা নাগাদ উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, সেখানেই লক্ষ্মীর ভান্ডারের অর্থ বিতরণ করা হবে। ২০২১ সালে নির্বাচনের আগে ইস্তেহারে ঘোষণা করা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডারের। আর ক্ষমতায় এসে তা বাস্তবায়িত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠে লক্ষ্মীর ভাণ্ডার। বিপুল সংখ্যায় মহিলাদের এই প্রকল্পে নিয়ে আসা হয়েছে।

 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেও ৫ লক্ষ নতুন উপভোক্তাকে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রকল্পের আওতায় থাকা প্রায় এক কোটি ৬০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পান। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অর্থ বিতরণের পাশাপাশি মুখ্যমন্ত্রী এই প্রকল্পটিতে নতুন কোনও সংযোজনও করতে পারেন। এই টাকা দেবে রাজ্যের নারী ও সমাজকল্যাণ দফতর। তার জন্য নারী ও সমাজকল্যাণ দফতরকে নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

জানা গিয়েছে যে, আগামী ৫ মে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সেখানেই নতুন করে ২০ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের আওতাভুক্ত করার কথা ঘোষিত হবে। এমনকী কয়েকজনের হাতে টাকা তুলেও দেওয়া হবে। আগামী ৫ মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *