বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পুলিশের চোখে নুন লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আক্রমণ

Published on: May 3, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার খড়বোনা গ্রামে। আজ ধৃত দম্পতিকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে আদালত ধৃত দু’জনকেই ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।

ঘটনার সূত্রপাত সোমবার বিকালে। কালবৈশাখীর ঝড়ে খড়বোনা এলাকায় হাইটেনশান বিদ্যুৎবাহী তারে গন্ডগোল হওয়ায় এলাকার তিনটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি জানার পরই বিদ্যুৎ দফতরের কর্মীরা দেখেন খড়বোনা গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় কুন্ডুর জায়গায় থাকা কাঠের একটি পুরানো বিদ্যুতের খুঁটিতে সমস্যা রয়েছে। দ্রুত সেই কাঠের খুঁটির বদলে কংক্রিটের খুঁটি বসানোর চেষ্টা করেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। অভিযোগ সেই সময় মৃত্যুঞ্জয় কুন্ডু বাধা দিলে বিষয়টি ছাতনা থানায় জানায় বিদ্যুৎ দফতর।

এরপর আজ সকালে পুলিশ বিদ্যুৎ দফতরের কর্মীদের সাথে নিয়ে মৃত্যুঞ্জয় কুন্ডু নামের ওই ব্যবসায়ীকে বুঝিয়ে বিদ্যুতের খুঁটি বদলের কাজ করাতে গেলে আক্রান্ত হয় বলে অভিযোগ। অভিযোগ মৃত্যুঞ্জয় কুন্ডু ও তাঁর স্ত্রী পুলিশের চোখে নুন ও লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে পুলিশকর্মীদের ধাক্কাধাক্কি করে। ঘটনায় এক পুলিশ আধিকারিকের পোষাক ছিঁড়ে যায়। এক পুলিশ কর্মীর শরীরে আঘাত লাগে। এরপরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওই দম্পতিকে গ্রেফতার করে। ধৃত ব্যবসায়ী মৃত্যুঞ্জয় কুন্ডু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। উলটে মিথ্যা অভিযোগে গ্রেফতারে মদত দেওয়ার জন্য স্থানীয় তৃনমূল নেতাদের কাঠগোড়ায় তুলেছে ধৃত ব্যবসায়ী। তৃনমূল নেতারা অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে।

Join Telegram

Join Now