বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অবশেষে শপথ নিলেন পাকিস্তানের মন্ত্রিসভার নতুন সদস্যেরা

Published on: April 21, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

বহু টাল বাহানা পর অবশেষে আজ শপথ নিলেন পাকিস্তানের মন্ত্রিসভার নতুন সদস্যেরা মোট ৩১ জন ফেডেরাল মন্ত্রী, তিন জন প্রতিমন্ত্রী এবং তিন জন উপদেষ্টার নাম গতকাল সদ্য নিযুক্ত পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ নির্ধারণ করেছিলেন। কালই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর কথা ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণেই ছুটি নেন তিনি। ইতিপূর্বে শাহবাজ়ের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিনও হঠাৎ করে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ছুটি নেন পাক প্রেসিডেন্ট।

বহু নাটকীয়তার পর অবশেষে শপথ নিয়েছে পাকিস্তানের ফেডারেল সরকারের নতুন মন্ত্রিসভা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার কারণ হিসেবে পাক প্রেসিডেন্টের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে যে, চিকিৎসকেরা তাঁকে দেখেছেন। এখন তাঁর কয়েক দিন টানা বিশ্রামের প্রয়োজন। যদিও প্রেসিডেন্টের কি হয়েছে কিংবা শারীরিক অবস্থা বর্তমানে কেমন সেই বিষয়ে কিছু জানানো হয়নি টুইট করে। পাক সেনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি প্রেসিডেন্টের অনুপস্থিতিতে আজ শপথ বাক্য পাঠ করান।

 

রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, পাক প্রেসিডেন্ট বার বার এ ভাবে শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার করায় তাঁকে দ্রুত সরানো হতে পারে। সূত্রের খবর, এখনই সেই পথে হাঁটতে চাইছে না শাহবাজ় শরিফের জোট সরকার। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চাইছেন, এই বিষয়ে তাড়াহুড়ো না করে সদ্য গঠিত সরকারের সব মন্ত্রী এবং দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করবেন।

 

নিজের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ় ছাড়াও নিজের মন্ত্রী সভায় একাধিক জোট শরিককে স্থান দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রয়েছে পাকিস্তান পিপলস পার্টির সদস্য। পিপিপি-র চেয়ারম্যান বিলাবল ভুট্টোকে কোনো পদ দেওয়া হয়নি। পাক সংবাদমাধ্যম সূত্র খবর, পিপিপির কয়েক জন মন্ত্রীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্যতম অন্যতম প্রাক্তন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খান। হিনা ছাড়া শাহবাজের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পিপিপি-র আরও দুই গুরুত্বপূর্ণ নেতা-নেত্রী শেরি রহমান এবং খুরশিদ শাহ।

Join Telegram

Join Now