“মেয়েদের জামাকাপড়ই ধর্ষণের কারণ”, ধর্ষণ প্রসঙ্গে কটাক্ষ দেবলীনার
রাজ্য জুড়ে বাড়তে থাকা ধর্ষণকাণ্ডের প্রতিবাদে এবার মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা কুমার। শুধু রাজ্য নয়, শেষ জুড়ে একাধিক ধর্ষণের ঘটনার কথা সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে।
রাজ্য জুড়ে বাড়তে থাকা ধর্ষণকাণ্ডের প্রতিবাদে এবার মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা কুমার। শুধু রাজ্য নয়, শেষ জুড়ে একাধিক ধর্ষণের ঘটনার কথা সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এবার বলিউড অভিনেত্রী কাল্কি কেঁকলার ধর্ষণ প্রসঙ্গে করা ভিডিও শেয়ার করে ব্যঙ্গের সুরে ধর্ষণের কারণ হিসেবে দায়ী করেছেন ছোট পোশাককে। পরোক্ষ ভাবে তিনি নারীকেই দায়ী করেছেন ধর্ষণের কারণ হিসেবে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে কালকি মেয়েদের উদ্দেশে বলছেন, “ধর্ষণের জন্য তুমি দায়ী। তুমি কী পরেছো তা দায়ী। বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে যে,যে সব মহিলারা স্কার্ট পরে, সেই সব স্কার্টই ধর্ষণের কারণ। আপানারা জানেন কেন? কারণ পুরুষদের চোখ থাকে। শুধু স্কার্টই নয়, আরও কয়েকধরনের পোশাক আছে যা দেখে পুরুষরা উত্তেজিত হয়।” এই বক্তব্যের পরেই বেশ কিছু মহিলার ছবি দেখা গিয়েছে। যারা কেউ পরেছেন শর্টস, কেউ ফ্রক, কেউ রেনকোর্ট, কেউ বোরখা কেউ আবার অ্যাস্ট্রোনটের পোশাক।
ভিডিও বার্তার মধ্য দিয়ে কালকি কটাক্ষের সুরে এই ভিডিওতে বলতে চাওয়া কথা গুলি হলো, যেকোনও পোশাকেই মহিলারা ধর্ষণের শিকার হতে পারেন নারী। কারণ তাঁরা মহিলা। মহিলারা না থাকলেই এই সমস্যা হতো না। এমনটাই ব্যঙ্গের সুরে বলেন কালকি। এমনকি তিনি বলেন যে, এই অপরাধ পুরুষেরা করলেও তার জন্য দায়ী মহিলারা কারণ পুরুষদের জন্ম দেন মহিলারা। কাল্কির সুরে সুর মিলিয়ে এর পরেই জনৈকার কটাক্ষ, যত নষ্টের গোড়া নারীই! পৃথিবী যদি নারীশূন্য হত তা হলেই আর ধর্ষণের মতো ঘটনা ঘটত না।
কালকির সুরে সুর মিলিয়ে দেবলীনা লেখেন, “একদমই এটা আমাদের দোষ আর আমাদের পোশাকের। পোশাক উত্তেজিত হলে এরকম তো হবেই।” দেবলীনার শেয়ার করা এই ভিডিওতে ব্যবহৃত ইমোজি দেখেই বোঝা যাচ্ছে কালকির মতোই তিনিও কটাক্ষের সুরে কথাগুলো লিখেছেন। এই প্রসঙ্গে দেবলীনা জানান, “ঝলকটি অত্যন্ত সময়োপযোগী। আমার সঙ্গে যদিও এই দুর্ঘটনা ঘটেনি। তবু মনে হয়েছে, এটি ভাগ করে নেওয়া দরকার। তাই করেছি”।