বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ছেলেদের ডানদিকে তাহলে মেয়ে দের কেন বাম দিকে

Published on: April 8, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

আমাদের অধিকাংশ পোশাকেই বোতাম থাকে। সে কারণে পোশাকে ফুটে ওঠে সৌন্দর্য।বোতাম তৈরিতে একসময় কাঠ বা পশুর হাড় ব্যবহার হতো। তবে এখন প্লাস্টিকের বোতামই জনপ্রিয়।প্রথম যখন বোতাম আবিষ্কৃত হয়, তখন এটি ছিল খুবই মূল্যবান। শুধু ধনীদের পক্ষেই বোতাম লাগানো জামা পরা সম্ভব ছিল।

পৃথিবীর শতকরা ৯০ ভাগ মানুষ ডানহাতি।এদিকে পুরুষেরা নিজেদের জামাকাপড় নিজে নিজেই পরত। আর ডানহাতিদের সুবিধার কথা ভেবে ছেলেদের বোতাম রাখা হতো জামার ডানে।তবে অভিজাত বা অবস্থাসম্পন্ন মেয়েরা নিজের হাতে জামা পরতেন না। পরিচারিকা বা কাজের মেয়েরা তাদের জামাকাপড় পরিয়ে দিত। পরিচারিকা যেহেতু মেয়েটির সামনে দাঁড়িয়ে জামার বোতাম লাগাত, তাই পরিচারিকার সুবিধার জন্য জামার বোতাম থাকত বাঁয়ে।

সমাজে উন্নতির সাথে সাথে বহু জিনিস এসেছে। কিন্তু এই নিয়ম পরিবর্তন হয়নি। প্রাচীন এই নিয়ম চলে আসছে। যদিও বিষয় টি খুব সামান্য হলেও এতে বাস্তব।

Join Telegram

Join Now