প্রয়াত হলেন রাজবাড়ির রাজমাতা
মহিষাদলঃ প্রয়াত হলেন ঐতিহ্যবাহী মহিষাদল রাজবাড়ির রাজমাতা ইন্দ্রাণী গর্গ। আজ প্রয়াত হয়েছেন তিনি। মাল্টি অর্গান ফেলিওরের কারণে তার মৃত্যু বলে সূত্র মারফত খবর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর। মহিষাদল রাজ পরিবারের সকলের কাছে তিনি বড়মা হিসেবে পরিচিত ছিলেন। গতকাল তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এরপর আজ তার মৃত্যু হয়। ইতিমধ্যে ইন্দ্রানী দেবীর পুত্র সৌর্য প্রসাদ গর্গ ই জানিয়েছেন কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে তার।