নবান্নর কড়া নির্দেশিকা
নবান্ন থেকে জারি কড়া নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ২৮ ও ২৯ মার্চ খোলা থাকবে অফিস, আদালত, স্কুল, কলেজ। ওই দুটি দিন কোনও সরকারি কর্মচারীর ছুটি মঞ্জুর করা হবে না। আর যদি কেউ ছুটি নেন তাহলে তাঁর একদিনের বেতন ও কর্মজীবন থেকে একদিন বাদ যাবে।
কেন্দ্রীয় সরকারের (Central Govt) বিরোধিতায় ২৮ ও ২৯ মার্চ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি (Traders union) ধর্মঘটের (nationwide strike) ডাক দিয়েছে।কড়া পদক্ষেপ করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। নবান্ন থেকে জারি হয়েছে নির্দেশিকা।এদিকে শুধুমাত্র ভারত বনধই নয়। সোমবার একাধিক মিছিল রয়েছে কলকাতায়। রামপুরহাটের বগটুই (Bagtui) কাণ্ডের প্রতিবাদে সোমবারই কলকাতায় মহামিছিলেপ ডাক দিয়েছে বিজেপি (BJP)।