গঙ্গা স্রোতে গঙ্গায় তলিয়ে যায় প্রলয়
অর্ক রায় (মুর্শিদাবাদ); মুর্শিদাবাদ জেলা সদর বহরমপুর গোরাবাজার ফেরিঘাটে গঙ্গা স্নান করতে এসে গঙ্গাবক্ষে তলিয়ে গেল এক যুবক। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বহরমপুর শহর জুড়ে। জানা গিয়েছে গোরা বাজারের বাসিন্দা প্রলয় রজক নামের 18 বছর বয়সী এক যুবক তার ভাইয়ের সঙ্গে গঙ্গা স্নান করতে আসে শনিবার সকালে।
প্রলয় গঙ্গা স্নান করতে গঙ্গায় নামতেয় গঙ্গা স্রোতে গঙ্গায় তলিয়ে যায় প্রলয়। বহরমপুর পৌরসভা ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গায় ডুবুরি নামিয়ে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার জেরে শোকের ছায়া গোটা পরিবার জুড়ে।