ইউক্রেনে আটকে পড়ার আরো এক মেডিকেল পড়া ছাত্রের খোঁজ পাওয়া গেলো
ইউক্রেনে আটকে পড়ার আরো এক মেডিকেল পড়া ছাত্রের খোঁজ পাওয়া গেলো। জানা যায়, বর্ধমানের সেখ মাসুদ আরিফ ইউক্রেনে মেডিকেল পড়তে গিয়ে আটকে পড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও উদ্বেগ বাড়ছে। যত সময় গড়াচ্ছে বিভিন্ন জেলা থেকেও খবর আসছে ইউক্রেনের একাধিক জায়গায় এই রাজ্যের অনেক ছাত্রছাত্রী থেকে কর্মসূত্রে যাওয়া মানুষ সেখানে আটকে পড়েছেন।
জেলায় এখনও পর্যন্ত সেখ মাসুদ আরিফ সহ ৫ জন আটকে পড়ার খোঁজ মিলেছে। গত দুদিন ধরে সেখ মাসুদের সাথে তার পরিবার যোগাযোগ করতে পারছে না। আর তাতেই মাসুদের পরিবারে উদ্বেগ আরো বেড়েছে। সেখ মাসুদের বাবা আনোয়ার সামসুদ্দিন জানান, “ছেলে ইউক্রেনে তিন বছর হলো মেডিকেল পড়তে গেছে। যুদ্ধের ফলে ছেলের সাথে দুদিন আগে যোগাযোগ হয়েছিল।
তখন ছেলে জানায় খুব সমস্যায় রয়েছি। খাবারদাবার নেই পানীয় জল পাওয়া যাচ্ছে না। এখন আর যোগাযোগ করতে পারছি না। শনিবার দুপুরে রাজ্য সরকারের খোলা কন্টোল রুমে ফোন করে ছিলাম। ওনারা সব তথ্য নিয়েছেন। আমরা চাইছি ছেলে দ্রুত ইউক্রেন থেকে ফিরে আসুক। “ ছেলেকে বাড়ি ফেরানো জন্য সবরকম সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে আরিফের পরিবার।