তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয় , এটা ডাকাতের দল , সে দলের একজন সর্দার তথা ডাকাতরাণী আছেন – দিলীপ ঘোষ
তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। এটা ডাকাতের দল। সে দলের একজন সর্দার তথা ডাকাতরাণী আছেন।এভাবেই শাসক দলকে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। এদিন গত সপ্তাহে চারটি কর্পোরেশনের নির্বাচনে গণতন্ত্র হত্যার প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে বর্ধমান শহরে এসেছেন দিলীপ ঘোষ।আগামী ২৭ শে ফেব্রুয়ারি বর্ধমান পুরসভার ভোট। তার আগে এই কর্মসূচি গুরুত্ব পেয়ে যায়।
এদিন দুপুরে বর্ধমান বড়নীলপুর মোড় থেকে দলের ৩৩ জন প্রার্থী ও দলের নেতাদের নিয়ে পদযাত্রা শুরু করেন দিলীপ ঘোষ। কার্জনগেটের সামনে একসভায় তিনি বক্তব্য রাখেন।
এদিন তিনি আরো বলেন; তৃণমূল কংগ্রেস দলে একজন ছাড়া বাকি কোনো পোস্ট নেই। সব ল্যাম্পপোস্ট। সেগুলোয় আলো জ্বলে না।
তিনি বলেন রাজ্যজুড়ে ভাগে ভাগে ভোট করিয়ে গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করা হচ্ছে। কমিশন নির্বিকার। প্রার্থীদের হুমকি থেকে বিরোধী কর্মীদের মারধরের ঘটনা ঘটেই চলেছে। মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেজন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।এদিনের সভায় দলের নেতা লক্ষণ ঘোড়ুই;জেলা সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।