সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলাপরিষদের সভাধিপতির নাম ঘোষনা করল তৃণমূল
সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলাপরিষদের সভাধিপতির নাম ঘোষনা করল তৃণমূল। সোমবার সাংবাদিক বৈঠক করে নাম ঘোষণা করলেন তৃণমূল নেতা পার্থ চ্যাটার্জী। সভাধিপতি হলেন জেলাপরিষদের কুটির শিল্প ও বিদ্যুত্ কর্মাধ্যক্ষ সভাপতি সামসুজ্জোহা বিশ্বাস। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন নিয়ে দীর্ঘ জল্পনা শুরু হয়েছিল রাজনৌতিক মহলে।
সম্প্রতি দল বিরোধী কার্যকলাপ সহ একাধিক অভিযোগ তুলেছিলেন তত্কালিন সভাধিপতি মোশারফ হোসেন ওরফে মধুর বিরুদ্ধে। তারপরেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। তারপরেই ঘোর জল্পনার সৃষ্টি হয়। তবুও সভাধিপতি পদ ছাড়তে অনড় ছিলেন মোশারফ হোসেন মধু।
বেশ কিছুদিন চলার পরেই স্ব ইচ্ছাই সভাধিপতি পদ থেকে ইস্তফা দেন। দীর্ঘদীন ধরেই জেলাপরিষদের বিভিন্ন কাজে দূর্বলতা দেখা দিলেও তা সামলেছিলেন জেলা নেতৃত্বরা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে পুরসভা ভোটের আগেই মুর্শিদাবাদের জেলাপরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন সামসুজ্জোহা বিশ্বাস। তিনি ছিলেন জেলাপরিষদের কুটির শিল্প ও বিদ্যুত্ কর্মাধ্যক্ষ।
এবার সভাধিপতি পদে নির্বাচিত হলেন সোমবার। নবনিযুক্ত সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস বলেন,” তৃণমূলের সকল কর্মীদের ধন্যবাদ। আমাকে সভাধিপতি পদে নির্বাচিত করার জন্য। সাংবাদিক বৈঠক করে আমার নাম ঘোষনা করেছেন পার্থ চ্যাটার্জী।
তবে এখনও কোনো সাংগঠনিকভাবে এখনও কিছু জানায়নি”। এ খবর প্রকাশ্যে আসতেই ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালেন দলীয় নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, হরিহরপাড়া ব্লক যুব তৃণমূল সভাপতি জিল্লার রহমান সহ অন্যান্যরা। হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ জানান, দীর্ঘদিন ধরে ঝুলে ছিল সভাধিপতি পদ। এবার আবার তৃণমূলের উন্নয়নের জোয়ারে ভাসবে মুর্শিদাবাদ জেলা।