গ্রামীণ ব্যাংকের বর্ধমান শাখার উদ্যোগে কর্মশালার আয়োজন
অটল পেনশন যোজনা কেন্দ্রীয় সরকারে এই জনমুখী প্রকল্পের সুবিধা যাতে সমাজের সকল স্তরের মানুষ পেতে পারে সেই উদ্দেশ্যেই আজ এক কর্মশালার আয়োজন করে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের বর্ধমান শাখা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের ক্ষেত্রীয় আধিকারিক পার্থপ্রতিম দত্ত ও জেলা আধিকারিক সুশান্ত বিশ্বাস।
2015 সালে সমাজের সকল স্তরের মানুষ বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের সাথে যারা যুক্ত তাদের জন্য এই প্রকল্প সূচনা করে কেন্দ্রীয় সরকার। এখনো পর্যন্ত দেশের প্রায় সাড়ে তিন কোটি মানুষকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে, এবং তা সম্ভব হয়েছে দেশের গ্রামীণ ব্যাংক গুলির প্রত্যক্ষ সহযোগিতায়। এই সাড়ে তিন কোটির মধ্যে প্রায় 62 লক্ষ মানুষ গ্রামীণ ব্যাংক গুলির মাধ্যমে অটল পেনশন যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
এ প্রসঙ্গে ব্যাংকের ক্ষেত্রীয় আধিকারিক পার্থপ্রতিম বাবু বলেন গত বছর পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এখনো পর্যন্ত প্রায় 50 হাজার মানুষের নাম এই প্রকল্পে নথিভুক্ত করেছে। যেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে তাতে এই লক্ষ্যমাত্রা আগামী অর্থবর্ষে অনেকটাই বাড়ানো সক্ষম হবে বলে দাবি করেন তিনি।